Computer NetworksNETWORKS

How to set up IP address for Survey Bangla Tutorial

প্রত্যেকেই স্কুল জীবন থেকেই স্বপ্ন দেখে ঘরে বসে কিছু টাকা উপার্জন করার। কিন্তু ঘরে বসে আয় করার হাজারটা পথ থাকলেও এর বেশিরভাগই হয়তো স্ক্যাম হয়ে থাকে কিংবা কাজ করাটা কষ্টকর হয়ে যায়। ঘরে বসে আয় করার এতোগুলো পদ্ধতির মধ্যে সার্ভে করাও একটি। কিন্তু অন্যান্য পদ্ধতির চেয়ে সার্ভে করে আয় করার ইচ্ছে সবারই থাকে। কারণ মাত্র কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েই এখানে বেশ কিছু ডলার আয় করা সম্ভব হয়
সার্ভে করাটা মূলত মার্কেট রিসার্চের একটি অংশ। অনেক কোম্পানি আছে যারা সারা বছর বিভিন্ন পণ্যের মার্কেট রিসার্চ করার জন্য সার্ভের আয়োজন করে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে এর বেশিরভাগই স্ক্যাম হয়ে থাকে। অর্থাৎ, আপনি কাজ করে গেলেন কিন্তু পেমেন্ট পাওয়ার সময় আপনাকে ব্যান করে দেয়া হবে। সেক্ষেত্রে আপনার এতদিনের কষ্ট গুড়েবালি। একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে, মার্কেট রিসার্চ ইন্ডাস্ট্রি বছরে প্রায় ৪৪.৩৫ বিলিয়ন ডলার খরচ করে থাকে। সুতরাং, সার্ভে করে আয় করার অনেক সুযোগ রয়েছে।

source

ip address

Alice AUSTIN

Alice AUSTIN is studying Cisco Systems Engineering. He has passion with both hardware and software and writes articles and reviews for many IT websites.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *