Computer NetworksNETWORKS

TT: Internet Protocol (IP)Address || IP কি, কেন দরকার ?

এই পৃথিবীতে কোটি কোটি কম্পিউটার আছে, কিন্তু যার কাছে যে তথ্য যাবার কথা তাই যাচ্ছে। কখনও ভুল হচ্ছে না, এটা সম্ভব হয়েছে শুধু এই IP address এর কারণে, কি এই IP address এবং এটা কিভাবে কাজ করে ?

আমাদের IP address কেন লাগে ? IP address কিভাবে কাজ করে?
Internet কিভাবে কাজ করে ? IP Address ছাড়া কি Internet চলানো সম্ভব? IP পাবো কোথায়, দাম কত?
IP v4,, IP v6 কি ? কেন আমাদের IP v6 প্রয়োজন ?

আর Internet কিভাবে কাজ করে ?

এমন আরো মজার মজার বিষয় নিয়ে গল্প করেছি আমার লেখা প্রথম বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী নির্ভর বই “ইমুর মামা”। প্রতিটি গল্পে রয়েছে মামা-ভাগ্নের খুনসুটি আর তার সাথে কম্পিউটারের খুঁটিনাটি,
প্রোগ্রামিং এবং নতুন সব প্রযুক্তি নিয়ে নানা চমক।

এই বইয়ের প্রতিটি গল্প যেকোনো বয়সের শিক্ষার্থীদের জীবনের সাথে মিশে যাবে। তারা খুঁজে পাবে মনের মাঝে উঁকি দেয়া নানা প্রশ্নের সাথে বিজ্ঞানের সম্পর্ক। একই সাথে নানা সমস্যা সমাধানের মধ্য দিয়ে এগিয়ে গেছে আমাদের ইমুর মামা।

বইটি পাওয়া যাচ্ছে রকমারিতে।
আর আমাকে পাবেন এখানে : www.fb.com/pageofimtiaz

source

ip address

Alice AUSTIN

Alice AUSTIN is studying Cisco Systems Engineering. He has passion with both hardware and software and writes articles and reviews for many IT websites.

20 thoughts on “TT: Internet Protocol (IP)Address || IP কি, কেন দরকার ?

  • ভাইয়া,আসসালামু আলাইকুম।
    ভাইয়া ওয়াইফার আইপি হাইট করা যাইনা।কেউ ।যাতে অন্য কোনো সফটওয়্যার দিয়ে চেক করলেও খুঁজে না পাই।ভাইয়া,প্লিজ জানলে, আন্সার টা দিবেন,প্লিজ 🙏

  • Vaiya ekta ip diye work job duita device e kaj kora janina.. taphole ki korte parbo??duita ip ki vabekorbo..???

  • ইউএসএ এর আইপি কিনে কি ইউএসএ এর ফেসবুক মার্কেটপ্লেসে কাজ করা যাবে?

  • আজ প্রথম দিন বলছি আমি হ্যাকিং শিখতে চাই

  • ভাইয়া আমার শাটারস্টক একাউন্ট আছে আমি মোবাইলের সিম পালটাই এর পর থেকে আমি আমার শাটারস্টক একাউন্টে ডুকতে পারিনা ডুকতে গেলে masage আসে coud not fund shutterstoc ip adress আমি গুগুল দিয়ে শাটারস্টক একাউন্টে ডুকতাম।

  • ধন্যবাদ স্যার,অনেক সহজ হলো

  • আসসালাম আলাইকুম ভাইয়া,, আইপি এড্রেস দিয়ে কি ফোন নাম্বার বের করা সম্ভব প্লিজ বলবেন????

  • এত সুন্দর করে বুঝিয়েছেন ,তারপও আমার মত মাথা মোটার মাথায় ডুকেনা,,রাউটার সেটাফ করতে গেলে অনেক বিড়ম্বনায় পড়তে হয় আমাকে ,প্লিজ ভাই আরো সহজে কি ভাবে বুঝবো একটা লিংক দেন

  • আমার একটা সহযোগীতা চাই যে কেউ যদি আমার ফোনের & রাউটারের আইপি/ম্যাক হ্যাক করে তাহলে আমি যে যে আইপি টে ম্যাসেজ সেন্ড করব সে কি তা ট্র‍্যাকিং করতে পারবে।আমার মনে হয় করতাছে আর তাই হলে এর সমাধান কি করতে পারি??

  • কেচ্ছা শুনে হুদাই। কাজের কথা কিছু ই বলে না

  • ভাইয়া US এর আইপি কিভাবে কিনব ??

Comments are closed.